চাঁদের পৃষ্ঠে এলটিই সেলুলার নেটওয়ার্ক তৈরি করতে চায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর এই কাজটি করে দেবে ফিনল্যান্ডের মোবাইল প্রযুক্তি প্রতিষ্ঠান নোকিয়া। খবর এনগ্যাজেট।
২০২৪ সালের কোনো এক সময়ে ফের চাঁদে মহাকাশচারী পাঠাতে চায় নাসা। ঐসময় যাতে মহাকাশচারীরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে সেই জন্য ফোরজি এলটিই সেলুলার নেটওয়ার্ক তৈরিতে আগ্রহী হয়েছে সংস্থাটি।
নাসার সহযোগী প্রশাসক জেমস রয়টার জানিয়েছেন, ঐ সেলুলার সেবা চাঁদে আবাসস্থল ও এর পৃষ্ঠে ঘুরে বেড়ানো নভোচারীদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারবে। এছাড়া পৃথিবী থেকে নাসা ও মহাকাশযানের মধ্যে যোগাযোগের নতুন পথ উন্মোচিত হবে এই নেটওয়ার্কের মাধ্যমে।
চাঁদে এলটিই নেটওয়ার্ক স্থাপন করতে নোকিয়াকে এক কোটি ৪১ লাখ ডলারের তহবিল দেবে নাসা। এটি নাসার নতুন আর্তেমিস তহবিলের অংশ। ৩৭ কোটি ডলারের ঐ তহবিল থেকে ইতিমধ্যে স্পেসএক্স ও ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সকে বরাদ্দ দেয়া হয়েছে।
এর আগেও নোকিয়া চাঁদে এলটিই স্থাপনে আগ্রহী হয়েছিলো। ২০১৮ সালে জার্মান মহাকাশ সংস্থা পিটিসায়েন্টিস্টস এবং যুক্তরাজ্যের মোবাইল সেবাদাতা ভোডাফোনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করেছে প্রতিষ্ঠানটি, সে সময় তাদের লক্ষ্য ছিলো অ্যাপোলো ১৭ অবতরণ সাইটে ফেরত যাওয়া। আর এলটিই নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীর বুকে চাঁদের হাই ডেফিনেশন ভিডিও পাঠানোর পরিকল্পনা ছিলো। তবে প্রকল্পটি আলোর মুখ দেখেনি।
ডিবিটেক/বিএমটি