মার্কিন নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র খুঁজে দিতে যাচ্ছে প্রযুক্তি মুঘল গুগল। এজন্য সার্চ ইঞ্জিন, ম্যাপস ও ভয়েস অ্যাসিস্ট্যান্টে যোগ করা হচ্ছে নতুন ফিচার। এর মাধ্যমে প্রত্যক্ষ ভোটদান বা ‘মেইল-ইন ব্যালট’ ফেরত সম্পর্কিত বিস্তারিত তথ্যও সহজেই খুঁজে পাবেন মার্কিন গুগল ব্যবহরকারীরা।
এক ব্লগ পোস্টে সার্চ জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি বলেছে, “আর্লি ভোটিং লোকেশন” বা “ব্যালট ড্রপ বক্সেস নেয়ার মি” সার্চ করলেই দেখা যাবে এ সম্পর্কিত তথ্য।
ভোট কেন্দ্রের অবস্থান দেখানো পাশাপাশি সেখানে যাওয়ার পথও বাতলে দেবে গুগল ম্যাপস। এমনকি ভোটদানের সময়সূচীও গুগল ম্যাপস থেকেই জেনে নিতে পারবেন ব্যবহারকারীরা।
এছাড়াও নভেল করোনাভাইরাস থেকে সাধারণ মানুষকে আরেকটু বেশি সুরক্ষিত রাখতে ম্যাপে নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে গুগল।
এই ফিচারের মাধ্যমে দোকান, শপিংমলের মতো প্রয়োজনীয় গন্তব্যে রওনা হওয়ার আগেই জানা যাবে সেখানে কত মানুষ আছেন।