ছাপা পত্রিকাগুলোর মতোই আগামী দিনে ডিজিটাল মিডিয়াকেও একই ধরনের সুযোগ সুবিধা দেবে ভারত সরকার। শনিবার এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
জানিয়েছে, যেসব ডিজিটাল মিডিয়ায় কারেন্ট অ্যাফেয়ার্স এবং খবর প্রচার করা হয় ভবিষ্যতে সেসব ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে সরকারি বিজ্ঞাপন দেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ঠিক যেমন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সেল্ফ রেগুলেটিং বডি রয়েছে, তেমনি ডিজিটাল মিডিয়ারও থাকবে।’
একই সঙ্গে যে সব রিপোর্টার, ক্যামেরাম্যান ডিজিটাল মিডিয়ায় কাজ করেন তাদের জন্য পিআইবি অ্যাক্রেডিটেশন দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে দেশটির মন্ত্রণালয়।
এই অ্যাক্রেডিটেশন পেলে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরাও প্রবেশের অনুমতি পাবেন বিভিন্ন সরকারি সাংবাদিক বৈঠকে। এ ছাড়া তারা পাবেন সিজিএইচএস-এর সুবিধা ও ট্রেনের কনসেশনাল ভাড়া।
গত কয়েক বছর পৃথিবীজুড়ে অনলাইন গণমাধ্যমের প্রসার হলেও এই অঙ্গনের সাংবাদিকেরা সুযোগ-সুবিধা বলতে তেমন কিছুই পান না। পত্রিকায় বিভিন্ন সরকারি দপ্তর থেকে হাজার-হাজার টাকার বিজ্ঞাপন দিলেও অনলাইন-ভিত্তিক প্রতিষ্ঠান বাদ পড়ে যায়।
ভারতের মতো এই চিত্র বাংলাদেশেও। বাংলাদেশ সরকার সম্প্রতি অনলাইন গণমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে। তবে বিজ্ঞাপনের বিষয়টি স্পষ্ট করা হয়নি।