মঙ্গলবার উন্মোচিত হতে যাচ্ছে অ্যাপলের নতুন আইফোন। এতে ফাইভজি প্রযুক্তি থাকলেও অধিকাংশ ব্যবহারকারীই সর্বোচ্চ গতি ব্যবহার করতে পারবেন না।
বিশ্লেষকদের মতে নতুন আইফোনের নাম হবে আইফোন ১২। এতে থাকছে ফাইভজি বা পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি। আর এই প্রযুক্তি বিদ্যমান ফোরজি ওয়্যারলেস নেটওয়ার্কের চেয়ে ১০ থেকে ২০ গুন দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেবে।
তবে আপনি যদি নতুন আইফোন বা ফাইভজি সম্বলিত কোনো ডিভাইস বিদ্যমান নেটওয়ার্কে ব্যবহার করেন তাহলে সেটি হবে ফেরারি গাড়িকে গ্রামের রাস্তায় চালানোর মতো। কারণ আপনার গাড়ি যতোই দ্রুতগতির হোক না কেনো এটি গ্রামের রাস্তায় ঘন্টায় ২০০ কিলোমিটার গতিতেও চালাতে পারবেন না। গ্রামের রাস্তা গাড়ির সর্বোচ্চ গতি সমর্থন করবে না, বলে গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিক্সের সহযোগি পরিচালক বরিস মেটোডেভ।
ফলে নতুন আইফোনে আপাতভাবে ফাইভজির সর্বোচ্চ সুবিধা ব্যবহার করতে পারবেন না অনেকেই। এখনও যে কয়টি দেশে ফাইভজি উন্মোচন করা হয়েছে তা পূর্নাঙ্গভাবে চালু হয়নি, বা দেশের সবখানেই বিস্তার ঘটেনি। নেটওয়ার্কগুলোও ফাইভজি ডিভাইসের সর্বোচ্চ গতি দেয়ার মতো সক্ষমতা অর্জন করেনি।
ডিবিটেক/বিএমটি