আবারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটে সতর্কীকরণ ‘লেবেল’ সেঁটে দিয়েছে টুইটার। বিভ্রান্তিকর তথ্য দিয়ে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে টুইটটি চিহ্নিত করে দেয়া হয়েছে।
রবিবার দেওয়া ওই টুইটে ট্রাম্প দাবি করেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার দেহে ইমিউনিটি তৈরি হয়েছে। ফলে চিকিৎসক তাকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দিয়েছেন।
নিজের এমন দাবির পক্ষে কোনও প্রমাণ দেখাতে না পারায় নীতিমালা লঙ্ঘনের অভিযোগে টুইটটিতে সতর্কীকরণের এই লেভেল সেঁটে দেয় টুইটার কর্তৃপক্ষ।
টুইটারে দেওয়া পোস্টটি সামাজিক যোগাযোগের আরেক মাধ্যম ফেসবুকেও দিয়েছিলেন ট্রাম্প। দৃশ্যত এ ধরনের পোস্ট ফেসবুকেরও নীতিমালার লঙ্ঘন। তবে পোস্টটির ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি সামাজিক যোগাযোগের মাধ্যমটি। বরং সেখানে চার ঘণ্টার মধ্যেই ২৪ হাজার বারেও বেশি শেয়ার হয়েছে পোস্টটি।