বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে শত্রুপক্ষের রাডার, ট্র্যাকিং এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম এমন নতুন প্রজন্মের অত্যাধুনিক অ্যান্টি-রেডিয়েশন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত।
দেশটির বিমানবাহিনীর জন্য এটাই প্রথম রাডার বিধ্বংসী আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। নতুন এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে রুদ্রম-১।
ওড়িশার চাঁদিপুর উপকূলে শব্দের চেয়ে দ্বিগুণ গতিবেগ সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয় শুক্রবার। এটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য। ভূপৃষ্ঠের ৫০০ মিটার থেকে ১৫ কিলোমিটার উচ্চতার মধ্যে যুদ্ধবিমান থেকে ছোড়া যাবে এটি। ২৫০ কিলোমিটার পাল্লার মধ্যে বিকিরণের উৎসগুলো খুঁজে নিয়ে ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।