টিকটকের মার্কিন কার্যক্রমের বাজার মূল্য ছয় হাজার কোটি মার্কিন ডলার হাঁকিয়েছে বাইটড্যান্স। ওরাকল এবং ওয়ালমার্টের কাছে মার্কিন বাজারের শেয়ার বিক্রির সূত্র ধরেই এই মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি।
টিকটকের চাওয়া মতো ছয় হাজার কোটি মার্কিন ডলার বাজার মূল্য নির্ধারণ করা হলে শেয়ারের মূল্য বাবদ মোট ১২০০ কোটি মার্কিন ডলার পরিশোধ করবে ওরাকল এবং ওয়ালমার্ট।
তবে ইকুইটি কাঠামো এবং ডেটা নিরাপত্তার বিষয়গুলো এখনও যাচাই বাছাই করছে প্রতিষ্ঠানগুলো। ফলে এখনও নির্ধারণ হয়নি টিকটক গ্লোবালের চূড়ান্ত বাজার মূল্য।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, টিকটক গ্লোবালের সাড়ে ১২ শতাংশ শেয়ার কিনবে ওরাকল এবং সাড়ে সাত শতাংশ শেয়ার কেনার কথা জানিয়েছে রিটেইল জায়ান্ট ওয়ালমার্ট।
বিক্রি শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার শর্ত অনুযায়ী সব মার্কিন গ্রাহকের ডেটা ওরাকরে ক্লাউডে মজুদ করা হবে।