ভারতের বৃহৎ রিটেইল চেইন রিলায়েন্স রিটেইল দেশটিতে তাদের বাজার বৃদ্ধির সহজ সুযোগ পেয়েছে। দ্বিতীয় বৃহৎ চেইন ইউনিট ফিউচার গ্রুপের ইউনিট কিনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর টেকক্রাঞ্চ।
শনিবার সন্ধ্যায় রিলায়েন্স রিটেইল জানায়, উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যার মাধ্যমে রিলায়েন্স ফিউচার গ্রুপের রিটেইল, পাইকারি ব্যবসায়, লজিস্টিক ও ওয়্যারহাউজ ব্যবসাকে অধিগ্রহণ করবে। আর এজন্য ৩.৪ বিলিয়ন ডলার খরচ করছে রিলায়েন্স রিটেইল।
নতুন এই ঘোষণায় অ্যামাজন এবং ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্টের ভবিষৎ কঠিন হয়ে পড়েছে। ব্যবহারকারীর দিক থেকে বিশ্বের বৃহৎ রিটেইল মার্কেট ভারত, যেখানে সকল খুচরা বিক্রয়ের মাত্র ৩ শতাংশ বর্তমানে ই-কমার্সের মাধ্যমে হয়ে থাকে।
গত বছর ভারতের খুচরা বাজারের আকার ৭০০ বিলিয়ন ডলার হলেও ২০২৫ সাল নাগাদ সেটি ১.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করছে পরামর্শক প্রতিষ্ঠান বিসিজি এবং লোকাল ট্রেড গ্রুপ রিটেইলার্স অ্যাসোসিয়েশন ইন্ডিয়া।
অ্যামাজনও দেশটিতে খুচরা ব্যবসায়ের আগ্রহ দেখিয়েছে। গত বছর ফিউচার গ্রুপের ব্যবসায়ে ৬.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করে অ্যামাজন। তবে তারা সেই বিনিয়োগের পরিমান বাড়াতে চায়।
ডিবিটেক/বিএমটি