অ্যাকশন ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান গো প্রো নতুন লাইভ স্ট্রিমিং সেবা উন্মোচন করেছে। বৃহস্পতিবার থেকে প্রিমিয়াম সাবস্কাইবারদের জন্য এই সেবা চালু করেছে কোম্পানিটি। খবর রয়টার্স।
নতুন এই স্ট্রিমিং সেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ট্রেক, রাইড এবং সাতারসহ বিভিন্ন কার্যক্রম এর ওয়েবসাইটে স্ট্রিমিং করতে পারবে।
এর আগে শুধুমাত্র হাই-এন্ড গো প্রো অ্যাকশন ক্যামেরাতে তৃতীয় পক্ষ যেমন অ্যামাজন, টুইচ, ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করার সুযোগ ছিলো।
গো প্রো’র প্রিমিয়াম সেবা গো প্রো প্লাসের ব্যবহারকারীরা আনলিমিটেড ছবি ও ভিডিও ক্লাউডে আপলোড করতে পারবেন। নতুন এই সেবায় প্রায় ৪ লাখ প্রিমিয়ার সাবস্কাইবার ব্রডকাস্ট করতে পারবেন।
ডিবিটেক/বিএমটি