ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের পরামর্শে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা বন্ধ করতে পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কংগ্রেস সদস্যদের সঙ্গে গোপন বৈঠকে টিকটক হঠাতে জাকারবার্গ এমন ‘সক্রিয় লবিং’ করছেন বলে খবর দিয়েছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির নাম প্রকাশ না করার শর্তে পত্রিকাটি খবর দিয়েছে, ‘হোয়াইট হাউজে এক ডিনারের সময় জাকারবার্গ টিকটকের জনপ্রিয়তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। টিকটক যুক্তরাষ্ট্রে কীভাবে ব্যবসা করে যাচ্ছে সে বিষয়ে মতামত দেন। একই সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টিও সামনে আনেন তিনি।’
গত বছরের ওই মিটিংয়ে জাকারবার্গ ট্রাম্প প্রশাসনকে বলেন, ‘চীনে যদি মার্কিন কোম্পানি ব্যবসা করতে না পারে, তাহলে তারা কেন এখানে করবে!’
প্রতিবেদনে বলা হয়েছে, চীনবিরোধী হিসেবে পরিচিত আরও কয়েক জন এমপির সঙ্গে কথা বলে ফেসবুক। তাদেরও একইভাবে প্রভাবিত করা হয়।