জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করেছে। শনিবার টিকটক ও এটির মালিকানা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্সের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
এক বিবৃতিতে টিকটক জানিয়েছে, প্রায় এক বছর ধরে এটি যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে সম্পৃক্ত হতে কাজ করছে। কিন্তু প্রক্রিয়াটি এগোতে পারেনি এবং সরকার বিষয়টিতে নজর দেয়নি।
আইনের যথাযথ প্রয়োগ হয়নি এবং আমাদের কোম্পানি ও ব্যবহারকারীদের সাথে ঠিক করা হয়নি, তাই আমাদের কোনো উপায় নেই। যথাযথ আইনী প্রক্রিয়ায় নির্বাহী আদেশের চ্যালেঞ্জ করা হবে বলে জানিয়েছেন টিকটকের মুখপাত্র।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করে, যেখানে যুক্তরাষ্ট্রে টিকটকের অপারেশনকে বিক্রি করে দেয়ার জন্য ৯০ দিনের সময় দেয়া হয়েছে। বাইটড্যান্স ইতিমধ্যে মাইক্রোসফট, ওরাকলসহ সম্ভাব্য ক্রেতাদের সাথে আলোচনা শুরু করেছে। যুক্তরাষ্ট্রে বাইটড্যান্সের কিছু বিনিয়োগকারী এই বিডে অংশ নিতে পারেন।
ডিবিটেক/বিএমটি