হুয়াওয়ের ব্যবসা সীমিত করতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। সোমবার ট্রাম্প প্রশাসন জানান, যুক্তরাষ্ট্র হুয়াওয়ের বিষয়ে আরও কঠোর হচ্ছে। এর মাধ্যমে বাণিজ্যিকভাবে চিপ সংগ্রহে প্রতিবন্ধকতা তৈরি করতে চায় ট্রাম্প প্রশাসন। খবর রয়টার্স।
গত মে মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ প্রতিবন্ধকতা বৃদ্ধির ঘোষণা দেয়। এর ফলে যাতে হুয়াওয়ে যুক্তরাষ্ট্রে ডেভেলপ বা তৈরি করা কোনো সফটওয়্যার অথবা প্রযুক্তি ব্যবহার করতে না পারে সেই লক্ষ্য নির্ধারণ করা হয়। হুয়াওয়েকে বিশেষ লাইসেন্স ছাড়া সেমিকন্ডাক্টর কেনার সুযোগও বন্ধ করতে চায় ট্রাম্প প্রশাসন।
এছাড়া প্রশাসন ২১ দেশের হুয়াওয়ের সাথে সম্পর্কিত আরও ৩৮টি অ্যাফিলিয়েটকে কালোতালিকভুক্ত করেছে। ২০১৯ সালে মে মাস থেকে এই সংখ্যা ১৫২ তে উন্নীত হয়েছে।
ডিবিটেক/বিএমটি