প্রায় একবছর পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ গ্রাহকদের সেবা দেয়ার জন্য হুয়াওয়ের সাময়িক লাইসেন্স বন্ধ করে দিয়েছে। তবে কোম্পানির ফোন ব্যবহারকারীদের জন্য এটি দুঃসংবাদ।
ওয়াশিংটন পোস্ট নিশ্চিত করেছে, ১৩ আগস্ট সাময়িক এই লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। এর ফলে হুয়াওয়েকে গুগল কিংবা ডেভেলপাররা কোনো আপডেট দিতে পারবে না, দিলেও সেটি অবৈধ হিসেবে গণ্য হবে।
যদি আপনার পি৩০ প্রো কিংবা গুগলের পরিপূর্ণ সেবাসহ কোনো ফোন থাকলে সেটিতে অ্যান্ড্রয়েড ১১ অথবা পরবর্তী কোনো আপডেট পাবেন না। খবর এনগ্যাজেট।
গুগলের একজন মুখপাত্র জানিয়েছেন, অফিশিয়ালি অ্যান্ড্রয়েড আপডেট দেয়ার জন্য সাময়িক লাইসেন্স প্রধান বিষয়। গুগল সেবাবিহীন ফোন যেমন পি৪০ প্রোসহ অন্যান্য হুয়াওয়ে ফোনগুলো আপডেট পাবে, কারণ এগুলোতে অ্যান্ড্রয়েডের ওপেন সোর্স সংস্করণ ব্যবহার করা হয়েছে। এসব ফোনে হুয়াওয়ের পক্ষ থেকে আপডেট দেয়া হয়।
ডিবিটেক/বিএমটি