ফেসবুক তাদের সকল অ্যাপের মধ্যে সম্মিলিত মেসেজিং সুবিধা আনার পরিকল্পনা বাস্তবায়ন করছে, যদিও ধীরে ধীরে। দ্য ভার্জ জানিয়েছে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকেই তাদের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের মাধ্যমে ফেসবুকে থাকা বন্ধুদের সাথে মেসেঞ্জারে চ্যাট করতে পারবেন। খবর এনগ্যাজেট।
জানা গেছে, ডিরেক্ট মেসেজের সিগনেচার পেপার এয়ারপ্লেন আইকনটির জায়গায় মেসেঞ্জার অ্যাপ বসানো হয়েছে। এখনই ফেসবুক বন্ধুদের মেসেজ পাঠানো যাচ্ছে না, তবে শিগগিরই এ বিষয়ে ঘোষণা হবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া নতুন আপডেটে চ্যাটকে অধিক ‘কালারফুল’ করা হয়েছে। এছাড়া সোয়াপ করেই মেসেজের উত্তর দেয়া যাবে। এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।
ডিবিটেক/বিএমটি