অবশেষে প্লে মিউজিক অ্যাপ বন্ধ করার চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে গুগল। ইউটিউব মিউজিককে এগিয়ে নিতে গুগল এই সিদ্ধান্ত নিয়েছে। খবর এনগ্যাজেট।
আগামী মাসে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, অক্টোবর মাসে বিশ্বের অন্যান্য দেশে সেবাটি বন্ধ করা শুরু হবে। আর সেবা বন্ধ হলে গুগল প্লে মিউজিক অ্যাপে স্ট্রিম করা যাবে না। ওয়েবেও স্ট্রিমিং বন্ধ হয়ে যাবে।
গ্রাহকরা আগামী ডিসেম্বরের মধ্যে এই সেবার সকল মিউজিক ও ডেটা ট্রান্সফার করতে পারবে। এজন্য গত মে মাসেই গুগল প্লে মিউজিক থেকে ইউটিউব মিউজিকে ট্রান্সফার করতে ট্রান্সফার টুল চালু করেছে গুগল।
ডিবিটেক/বিএমটি