কনজ্যুমার টেকনোলজি অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগের ঘোষণা মতো ২০২১ সালে জানুয়ারিতেই সিইএস অনুষ্ঠিত হচ্ছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২০২১ সালের আয়োজনটি হবে ‘অল-ডিজিটাল অভিজ্ঞতা’। খবর এনগ্যাজেট।
বিশ্বের সর্ববৃহৎ কনজ্যুমার টেকনোলজি প্রদর্শনীটি নতুন পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। এর আগে চলমান করোনাভাইরাস মহামারিতে চলতি বছরের প্রদর্শনটি বাতিল করা হয়।
সিটিএ প্রধান গেরি সাপিরো জানান, করোনাভাইরাসের কারণে জানুয়ারির প্রথমদিকে লাস ভেগাসে লাখো মানুষকে একত্রিত করা সম্ভব না। তবে অনেকেই বলতে পারেন, সিদ্ধান্ত নেয়ার এখনও অনেক সময় আছে। গত জুনে সিটিএ জানিয়েছিলো, ২০২১ সালের আয়োজনটি লাস ভেগাসে লাইভ অনুষ্ঠিত হতে পারে।
ডিবিটেক/বিএমটি