চেহারা সনাক্তকরণ বা ফেসিয়াল রিকগনিকশন প্রযুক্তি ব্যবহারের কারণে অভিযুক্ত মামলায় ৬৫০ মিলিয়ন ডলার জরিমানা পরিশোধ করবে ফেসবুক। সোশ্যাল নেটওয়ার্কটি প্রাথমিক ৫৫০ মিলিয়ন ডলার সেটেলমেন্টে ১০০ মিলিয়ন ডলার যোগ করেছে। খবর এনগ্যাজেট।
সম্প্রতি আদালতে দাখিল করা কাগজপত্রে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ফরচুন। আর জরিমানার অর্থ ভুক্তভোগী গ্রাহকদের প্রদান করা হবে।
মামলাটি ২০১৫ সালে দাখিল করা হয়েছিলো। পূর্ব অনুমতি ছাড়াই ফেসবুক গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের দায়ে এই মামলা করা হয়। ট্যাগ সাজেশন ফিচারের মাধ্যমে ফেসবুক ছবি স্ক্যান করার জন্য ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করতো এবং নতুন আপলোড করা ছবিতে ট্যাগ সাজেশন করতো।
গতবছর ফেসবুকের এই ফিচারটি বন্ধ করা হয়। ২০১১ সালের পর ভুক্তভোগী যেসব গ্রাহকের ছবি সাইটটিতে প্রকাশ হয় তাদেরকে সর্বোচ্চ ৪০০ ডলার করে পরিশোধ করা হবে।
ডিবিটেক/বিএমটি