অ্যাপল বছরের পর বছর ধরে দাবি করে আসছে তাদের ডিভাইস অন্যান্য কোম্পানিগুলোর থেকে অধিক নিরাপদ। এর সফটওয়্যারে নিয়মিতভাবে নিরাপত্তা জোরদার করা হয়। এবার কোম্পানিটি বিষয়টি প্রমাণে ভিন্ন পদ্ধতি অবলম্বন করছে।
অ্যাপল জানিয়েছে, নিরাপত্তা গবেষকদের বিশেষ ‘সিকিউরিটি রিসার্চ ডিভাইস’ এসআরডি আইফোন ধার দেয়া হবে, যাতে তারা এই ডিভাইসের নিরাপত্তা ত্রুটিগুলো যাচাই করতে পারেন।
এসআরডি ফোন নিয়ন্ত্রিত সেটিং হিসেবে ব্যবহার করা হয়। আইফোন সাধারণভাবে যেভাবে ব্যবহার করা হয় এটি ঠিক সেভাবে ব্যবহার করা যাবে না। রয়েছে রুট শেল অ্যাক্সেস এবং কাস্টম কমান্ড রান করার সুবিধা।
অ্যাপল জানিয়েছে এই ডিভাইসগুলো ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়নি। এগুলো গবেষকদের কাছেই রাখতে হবে, অর্থাৎ গবেষণার বাইরে ব্যবহার করা যাবে না।
ডিবিটেক/বিএমটি