স্পেসএক্সের ক্রু ড্রাগনে চলে নাসার দুই নভোচারী বব বেনকেন এবং ডগ হার্লি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছেন প্রায় দেড়মাস হলো। এবার তাদের ফেরার পালা। আগামী ২ আগস্ট তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে নাসা। খবর এনগ্যাজেট।
সিএনবিসি জানিয়েছে, স্পেসএক্সের ক্রু ড্রাগনে চলে আটলান্টিক মহাসাগরে দুই নভোচারীকে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এটির মাধ্যমে ডেমো-২ মিশনের সমাপ্তি হবে, যা ২০১১ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটি থেকে কোনো মিশন উন্মোচন করা হয়।
বেনকেন ও হার্লি আইএসএস থেকে ১ আগস্ট রাত ৮টায় (ইটি সময়) যাত্রা শুরু করবে। যদিও বিষয়টি আবহাওয়ার উপর নির্ভর করছে। গত ৩১ মে তারা পৃথিবীর ভূপৃষ্ঠ ছেড়ে মহাকাশে পাড়ি দেন। প্রায় দুই মাস স্থায়ী হতে যাচ্ছে মিশনটি।
ডিবিটেক/বিএমটি