যুক্তরাষ্ট্রের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইকেল ক্রাটসিওসকে পেন্টাগনের নির্বাহী প্রযুক্তি প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি সংস্থাটির গবেষণা ও প্রকৌশল বিষয়গুলো দেখভাল করবেন। খবর রয়টার্স।
ক্রাটসিওস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম শীর্ষ প্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা। সম্প্রতি এ বিষয়ে পরিকল্পনা নেয়া হয়েছে।
প্রতিরক্ষা বিভাগটিতে বর্তমানে ফেডারেল সরকারের সর্বোচ্চ গবেষণা ও উন্নয়ন বাজেট বরাদ্দ থাকে। ক্রাটসিওস মিসাইল ডিফেন্স এজেন্সি, ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি, ডিফেন্স ইনোভেশন ইউনিট, স্পেস ডেভেলপমেন্ট এজেন্সি ও ডিওডি ল্যাবরেটরি এন্টারপ্রাইজ দেখবেন।
ক্রাটসিওস দেশটির প্রতিরক্ষা সচিবের অধীনে দায়িত্ব পালন করবেন।
ডিবিটেক/বিএমটি