বর্তমান করোনাভাইরাস মহামারিতে মানুষ যেখানে একজন আরেকজনের সাথে সহজেই দেখা করতে পারছে না, সেখানে ডেটিংতো দূরের কথা। তবে টিন্ডার তাদের ব্যবহারকারীদের জন্য বাস্তবিক সমাধান নিয়ে আসছে। ওয়ান-টু-ওয়ান ভিডিও চ্যাটের সুবিধা আনতে পরীক্ষা চালাচ্ছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট।
বুধবার টিন্ডার ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া এবং আরও কিছু দেশে ‘ফেস-টু-ফেস’ চ্যাট সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
টিন্ডার জানায়, আমাদের জরিপ করা প্রায় অর্ধেক ব্যবহারকারী গতমাসে এই সেবার বাইরে ভিডিও ডেট করেছে। তারা সরাসরি সাক্ষাতের পাশাপাশি ভিডিও চ্যাটও চায়।
ফেস-টু-ফেস ফিচারটি টিন্ডারের আরেকটি নতুন অভিজ্ঞতা। যখন আপনি অন্য কারো সাথে ‘ম্যাচড’ হয় তাহলে উভয়েই ভিডিও চ্যাট ফিচারটি চালু করতে পারবেন। উভয় পক্ষকেই এ বিষয়ে সম্মত হতে হবে।
ডিবিটেক/বিএমটি