ফেসবুকে বিজ্ঞাপন বয়কটে যোগ দেয়া তালিকা দীর্ঘই হচ্ছে। এরই ধারাবাহিকতায় কানাডার বেশ কয়েকটি বড় ব্যাংক ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করার ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স।
এরই মধ্যে রয়্যাল ব্যাংক অফ কানাডা, টরোন্টো-ডমিনিয়ন ব্যাংক, ব্যাংক অফ নোভা স্কশিয়া, ব্যাংক অফ মন্ট্রিয়াল, ন্যাশনাল ব্যাংক অফ কানাডা এবং কানাডিয়ান ইমপেরিয়াল ব্যাংক অফ কমার্স বিজ্ঞাপন বন্ধ রাখার কথা জানিয়েছে।
কানাডার বৃহত্তম ক্রেডিট ইউনিউয়ন ফেডারেশন ‘ডেজারডেন গ্রুপ’ নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, চলতি মাসে ফেসবুক ও ইনস্টাগ্রামে বন্ধ রাখবে প্রতিষ্ঠানগুলো। শুধুমাত্র গ্রাহক ও সদস্যদের সাথে যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিক্রম হতে পারে।
ইতিমধ্যে ইউনিলিভার, কোকো-কোলা, হুন্ডাসহ বিশ্বের অন্তত ৪০০টি ব্র্যান্ড ‘স্টপ হেইট ফর প্রফিট’ নামের এই আন্দোলনে যোগ দিয়েছে।
সম্প্রতি বর্ণবাদী সংগঠনকে প্রশ্রয় দেয়াসহ বর্ণবাদবিরোধী আন্দোলনে চুপ থাকার জেরে ভেতরে-চাইরে প্রচুর সমালোচিত হয়েছে ফেসবুক। যদিও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ বেশকিছু উদ্যোগের কথা বলেছেন। তারপরেও সমালোচনা থামছে না। বাড়তেই আছে ফেসবুকে বিজ্ঞাপন বয়কটকারী প্রতিষ্ঠানের তালিকা।
ডিবিটেক/বিএমটি