প্রায় দুই বছর হয়ে গেছে কোয়ালকম তাদের স্মার্টওয়াচ চিপ স্ন্যাপড্রাগন ওয়ার ৩১০০ এর ঘোষণা দিয়েছে। এর সময়ের মধ্যে স্মার্টওয়াচে দারুন কিছু হয়নি। গুগল ফিটবিট কিনেছে তবে এই অধিগ্রহণ এখন সম্পন্ন হয়নি।
স্মার্টওয়াচ খাতে এখনও দারুন কিছু না হলেও এই খাতে ক্রমাগত বিনিয়োগ করছে কোয়ালকম। আর সর্বশেষ খবর স্মার্টওয়াচ প্রেমীদের জন্য খুবই আনন্দের বার্তা নিয়ে এসেছে।
আজ উন্মোচিত হচ্ছে কোয়ালকমের ওয়ার ৪১০০ এবং ৪১০০ প্লাস চিপসেট, যা স্মার্টফোনকে যেমন দ্রুতগতির করবে, তেমনিভাবে অধিক ব্যাটারি লাইফ এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে উন্নত করবে। খবর এনগ্যাজেট।
এর পাশাপাশি সবচেয়ে মজার বিষয় হলো, নতুন এই চিপসেট ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সমর্থন করবে। যার ফলে আগামীতে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টওয়াচের দেখা মিলবে। থাকছে ফোরজি এলটিই সুবিধাও। এছাড়া থাকছে অলওয়েজ অন কো-প্রসেসর।
ডিবিটেক/বিএমটি