গত কয়েক মাসে প্রিয়জনদের সাথে ভিডিও কলের পরিমান এতোটাই বেড়েছে যে এখন আর সেটিকে পাশ কাটিয়ে চলার উপায় নেই। মহামারির প্রায় চার মাসে সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং ঘরে বন্দি থাকার সময়টাতে ভিডিও কল দৈনন্দিন জীবনের সাথে মিশে গেছে।
ইতিমধ্যে স্মার্টফোন ব্যবহারকারী ও তাদের প্রিয়জনদের কাছে জুম, স্কাইপ, হাউজপার্টিসহ বিভিন্ন ভিডিও কলিং সেবা অপরিচিত নাম নেই। তবে এই ভিডিও কলের ইতিহাস অল্পদিনের নয়। ঠিক ৫০ বছর আগের এই দিনে (১ জুলাই ১৯৭০) প্রথম বাণিজ্যিক ভিডিও কল করা হয়েছিলো।
এখন হাতের মুঠোয় বা পকেটে ফেসটাইম, গুগল ডুয়োসহ অন্যান্য ভিডিও কলিং সেবা চলে এসেছে। তবে প্রথম বাণিজ্যিক ভিডিও কলটি এতোটা সহজ ছিলো না। প্রথম কলটি করেছিলেন পিটার্সবার্গের মেয়র পিটার ফ্লাহার্টি এবং এলকোয়া সিইও জন হার্পার। পিকচারফোন মোড ২ নামের ব্যবহৃত ভিডিওফোনটি সর্বপ্রথম বাড়ি কিংবা অফিসে স্থাপন করা হয়েছিলো।
ডিবিটেক/বিএমটি