চলমান করোনাভাইরাস মহামারি মোকাবিলায় এবং কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্র্যাকিং সিস্টেম চালু করেছে অ্যামাজন। প্রতিষ্ঠানটির কার্যালয় এবং ওয়্যারহাউজে এই প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। খবর রয়টার্স।
মহামারিতে কর্মীদের নিরাপত্তায় বিশ্বের সর্ববৃহৎ অনলাইন রিটেইলার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা এবং ইউনিয়নের তদন্তের মুখে পড়ায় এই উদ্যোগ নিয়েছে।
কোম্পানির ওয়্যারহাউজে মনিটর সেটআপ করা হয়েছে। যেখানে কর্মীরা নিরাপদ দূরত্ব বজায় রাখলে সবুজ সার্কেল দেখাবে, আর যদি খুব কাছাকাছি চলে আসে তাহলে লাল সার্কেলে হাইলাইট করে দেখাবে।
ডিসট্যান্স এসিস্ট্যান্স নামের এই সিস্টেম অ্যামাজনের ভবনের ক্যামেরা ফুটেজ ব্যবহার করে হাই-ট্রাফিক এরিয়া চিহ্নিতকরণে সহায়তা করছে।
শিগগিরই প্রযুক্তিটি ওপেনসোর্স করে দেবে অ্যামাজন বলে জানানো হয়েছে।
ডিবিটেক/বিএমটি