জুন থেকে সেপ্টেম্বরে পেছানোর পর এবার আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো চলতি বছরের কম্পিউটেক্স তাইপে। চলমান করোনাভাইরাস মহামারির কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। খবর দ্য ভার্জ।
একইসাথে আগামী বছর ১ থেকে ৫ জুন কম্পিউটেক্স আয়োজন তারিখ নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রায় একবছর পরের আয়োজনে অংশ নিতে পারবেন আগ্রহী অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও দর্শকরা।
এক ব্লগ পোস্টে আয়োজকরা জানান, মহামারি এবং ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় অনেক অংশগ্রহণকারী সেপ্টেম্বরে তাইপেতে অংশ নিতে পারবেন না। তাইওয়ানে করোনা রোগীদের আইসোলেশন করা হয়েছে এবং ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে প্রায় পাঁচ শতাধিক আক্রান্ত ও সাতজন মৃত্যুবরণ করেছেন।
ডিবিটেক/বিএমটি