শুক্রবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্ট ফর নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়াতে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মামলা হয়েছে। ডেভেলপারদের অ্যাপ স্টোরের গেইমে ‘লুট বক্স’ রাখার অনুমতি দেয়ায় এই মামলা করা হয়েছে। খবর এনগ্যাজেট।
লুট বক্স মূলত অ্যাপের মধ্যবর্তী কেনাকাটার সাথে সম্পৃক্ত। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ বা গেমে নানা ডিজিটাল উপহার কিনতে পারেন। মামলায় অ্যাপলকে জুয়া ও আসক্তিকরণ কৌশল ব্যবহার ও প্রচারণার সঙ্গে জড়িত অভিযোগ আনা হয়েছে।
অ্যাপল তাদের অ্যাপ স্টোরে ডেভেলপারদের লুট বক্স সম্বলিত গেম ও অ্যাপ প্রকাশ করতে অনুমতি দেয়। আর এই লুট বক্সের মাধ্যমে শিশুসহ ব্যবহারকারীদের মধ্যে এক ধরণের আসক্তি তৈরি হয়। আর এই লুটবক্সের মাধ্যমে যে আয় হয় তার একটি অংশ অ্যাপলও পেয়ে থাকে। এ কারনেই অ্যাপরের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি