ক্যাপকমের সারভাইভাল হরর গেম রেসিডেন্ট ইভিল বড় ধরণের মাইলফলক অর্জন করেছে। ১৯৯৬ সালে উন্মোচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত শত মিলিয়নের অধিক কপি বিক্রি হয়েছে গেমটি। খবর এনগ্যাজেট।
যদিও সিরিজভিত্তিক ব্রেকডাউন না দিলেও জানা গেছে রেসিডেন্ট ইভিল ৭ এককভাবে ৭৫ লাখ ইউনিট বিক্রি হয়েছে। এছাড়া রেসিডেন্ট ইভিল ৩ রিমেমের প্রথম পাঁচদিনে ২০ লাখ কপি বিক্রির রেকর্ড রয়েছে।
ক্যাপকম জানায়, সঠিক সময় নির্ধারণের কৌশল অবলম্বন করায় নিজেদের সাফল্যের পিছনে রয়েছে। গেম ডেভেলপার কোম্পানিটি সব ফ্র্যাঞ্চাইজিকে আপডেটেড রেখেছে। আগামীতেও এ ধরণের কৌশল ধরে রাখতে চায় ক্যাপকম।
ডিবিটেক/বিএমটি