গত সপ্তাহে বোর্ড থেকে পদ ছাড়েন রেডিটের সহ-প্রতিষ্টাতা অ্যালেক্সিস ওহানিয়ান। তিনি মূলত কোনো কৃষ্ণাঙ্গকে ঐ পদে বসাতে চেয়েছিলেন। ওহানিয়ানের স্থলাভিষিক্ত হয়েছেন ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারী, পরামর্শক এবং উদ্যোক্তা মাইকেল সেইবেল। খবর এনগ্যাজেট।
সেইবেল তার বৈচিত্রতা এবং বিভিন্ন খাতের অভিজ্ঞতার জন্য খুবই পরিচিত। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আমি কোম্পানির সিইও হাফমান, অ্যালেক্সিস এবং রেডিটের পুরো বোর্ডকে এই সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি ২০০৭ সাল থেকে স্টিভ ও অ্যালেক্সিসকে চিনি এবং তখন থেকে রেডিটের ব্যবহারকারী।
তিনি আরও বলেন, সময়ের বিবর্তনে আমি রেডিটকে ইন্টারনেটের একটি মৌলিক অংশ হিসেবে প্রতিষ্ঠিত হতে দেখেছি। আমি প্রতিষ্টানটিতে পরামর্শ ও দিক নির্দেশনা দিতে পেরে আনন্দিত।
সেইবেল জাস্টিন ডট টিভি এর সহপ্রতিষ্ঠাতা এবং টুইচ ও মোবাইল ভিডিও স্টার্টআপ সোশ্যালক্যামের অগ্রদূত। বর্তমানে তিনি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ওয়াই কম্বিনেটরের অংশীদার এবং স্টার্টআপ অ্যাক্সেলারেটর প্রোগ্রাম ওয়াইসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা।
ডিবিটেক/বিএমটি