চলতি মাসে ডব্লিউডব্লিউডিসিতে এআরএমভিত্তিক চিপ উন্মোচন করতে পারে অ্যাপল। এগুলো কোম্পানিটির পরবর্তী ম্যাকবুক এবং ম্যাকে ব্যবহার করা হবে। ব্লুমবার্গের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিএসএম এরিনা।
প্রথমে ম্যাকবুকে ব্যবহারের জন্য আনতে যাওয়া চিপটি ১২ কোর ডিজাইনে ৫ ন্যানোমিটার ম্যানুফ্যাকচারিং প্রসেসে তৈরি করা হয়েছে। সম্ভবত ১২ ইঞ্চির ম্যাকবুকে চিপসেটটি প্রথমে ব্যবহার করা হবে।
চিপটি বর্তমানে ম্যাকবুক এয়ারে ব্যবহৃত ইন্টেলের চিপটির চেয়ে এই চিপটি অধিক শক্তিশালী ও কার্যকরী হবে। আগামীতে ম্যাকের জন্য ডেস্কটপ সিপিইউ আনারও পরিকল্পনা রয়েছে অ্যাপলের।
ডিবিটেক/বিএমটি