অবশেষে যুক্তরাষ্ট্রের সকল ব্যবহারকারীদের জন্য জন্য ডেডিকেটেড নিউজ সেকশন চালু করেছে ফেসবুক। সকল ব্যবহারকারী বুকমার্ক থেকে এটি অ্যাক্সেস করতে পারবেন। খবর এনগ্যাজেট।
তবে এখানেই শেষ নয়। ধারাবাহিক আপডেটে ব্যবহারকারীরা অঞ্চলভিত্তিক সংবাদ দেখতে পারবেন। এছাড়া মন করা হচ্ছে, ফিচারটি পরীক্ষামূলক সম্প্রচারে ব্যবহারকারীর চাহিদা বাড়লে এটি বুকমার্ক থেকে আলাদা ট্যাবে সামনেই দেখানো হতে পারে। তবে সেটির জন্য অপেক্ষা করতে হবে আমাদের।
বতর্মানে যুক্তরাষ্ট্রজুড়ে খবরের চাহিদা বেড়ে গেছে। করোনাভাইরাস, জর্জ ফ্লয়েডে ইস্যুতে দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভে ব্যবহারকারী আপডেট পেতে চান। তাই এই সময়ে প্রয়োজন মেটাতে পারলে জনপ্রিয় হতে পারে ফেসবুকের নিউজ সেকশন।
ডিবিটেক/বিএমটি