সিঙ্গাপুরের সকল বাসিন্দাকে করোনাভাইরাস কনট্যাক্ট ট্রেসিং ডিভাইস প্রদানের পরিকল্পনা নিয়েছে দেশটির সকার। পরীক্ষা সফল হওয়ার পর দেশটির ৫৭ লাখ বাসিন্দাকে ডিভাইসটি সরবরাহ করা হবে। খবর এনগ্যাজেট।
ব্যবহারকারী করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্ষে এসেছেন কিনা সেটি সতর্ক করতে ইতিমধ্যেই স্মার্টফোনে কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ উন্মোচন করা হয়েছে। তবে সেটি ততোটা সফল না হলেও পরিধেয় ডিভাইস উন্মুক্ত করার পরিকল্পনা করেছে সরকার।
নতুন ডিভাইসটি স্মার্টফোনের উপর নির্ভর করবে না। এটি সবাইকে সরবরাহ করা হবে। সরকার চায় দেশটির সকল বাসিন্দা এই ডিভাইস পরিধান করে থাকবে।
ব্যাটারিতে চলা ডিভাইসটি গলায় ঝুলিয়ে কিংবা হাতের ব্যাগে রাখতে হবে।
ডিবিটেক/বিএমটি