টিকটকের মালিকানা কোম্পানি বাইটড্যান্স তাদের কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক নিউজ এগ্রিগেটর টপবাজ বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব বিস্তারে সমর্থ না হওয়ায় বন্ধ করা হয়েছে সেবাটি বলে মনে করছেন অনেকেই। যদি বাইটড্যান্সের দাবি ভিন্ন। খবর রয়টার্স।
এক বিবৃতিতে বাইটড্যান্স জানায়, আমরা আমাদের টপবাজ সম্পর্কিত অর্জনে গর্বিত, তবে সামনে এগিয়ে যেতে আমরা অন্যখাতের ব্যবসায় জোর দিচ্ছি।
২০১৫ সালে চালু করা টপবাজ ব্যবহারকারীদের পছন্দের উপর ভিত্তি করে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংবাদ পরিবেশন করতো। তবে পরবর্তীতে উন্মোচিত ও জনপ্রিয় হওয়া টিকটক অ্যাপের মতো টপবাজ জনপ্রিয়তা পায়নি।
ডিবিটেক/বিএমটি