করোনাভাইরাসের কারণে চলতি বছরে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি আয়োজন কনজ্যুমার ইলেকট্রোনিক্স শো (সিইএস) স্থগিত হয়। তবে ২০২১ সালে সরাসরি দর্শকদের অংশগ্রহণে সিইএস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আয়োজকরা। খবর সিনেট।
কনজ্যুমার টেকনোলজি অ্যাসোসিয়েশন বুধবার জানিয়েছে, করোনাভাইরাসের প্রতিবন্ধকতা থাকলেও আগামী বছরে লাস ভেগাসে সিইএস আয়োজনের পরিকল্পনা এগিয়ে চলছে।
প্রতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত সিইএসের পরবর্তী আয়োজনে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। শো আয়োজনস্থলে পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা থাকবে। অংশগ্রহণকারীরা প্রদর্শনী অঞ্চলে প্রচুর ফাঁকা জায়গা এবং বসার ক্ষেত্রে নিরাপদ দূরত্বে সিটে বসতে পারবেন।
এছাড়া আয়োজনে আরও থাকবে ক্যাশলেস পারচেজ সিস্টেম, প্রবেশমুখে থার্মাল স্ক্যান, অন-সাইট স্বাস্থ্যসেবা ও ঔষধ।
এছাড়া সিইএস কনটেন্ট আরও বেশি পরিসরে লাইভস্ট্রিম করা হবে। নতুন পণ্য প্রদর্শণীতে ডিজিটাল এবং ভার্চুয়াল সুযোগ থাকবে। এছাড়া দর্শক উপস্থিতিও সীমিত করা হবে।
ডিবিটেক/বিএমটি