কর্মক্ষেত্রে অটোমেশনের কারণে অনেক মানুষই চাকরি হারাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন মাইক্রোসফটের সংবাদভিত্তিক সেবা এমএসএন নিউজ সার্ভিসেসের চুক্তিভিত্তিক কর্মীরা। খবর এনগ্যাজেট।
মাইক্রোসফট তাদের এমএসএনে কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে সংবাদ পরিবেশন করবে। আর তাই আগামী ৩০ জুনের পর যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ জন এবং যুক্তরাজ্যের ২৭ জন চাকরি হারাবে।
ঐসব কর্মীরা সংবাদ বাছাই, সংম্পাদনা এবং স্টোরিজ তৈরি করার দায়িত্বে ছিলেন। তবে যারা স্থায়ীভাবে মাইক্রোসফটে চাকরি করছেন তাদের ক্ষেত্রে এটি প্রভাব পড়বে না।
এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, অন্যান্য কোম্পানির মতোই আমরা নিয়মিতভাবে আমাদের ব্যবসায়কে পর্যালোচনা করি। করোনাভাইরাসের কারণে নয়, আমাদের রি-ডেপ্লয়মেন্টের কারণেই এটি করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি