সাধারণত জুলাইতে অ্যামাজনের প্রাইম ডে অনুষ্ঠিত হয়। তবে করোনাভাইরাস মহামারির কারণে বিশেষ ছাড়ের এই আয়োজনটি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিনেট।
এই পরিকল্পনার সাথে যুক্ত সূত্র বিষয়টি ওয়াল স্ট্রিট জার্নালকে অবহিত করেছে। তবে অ্যামাজনের মুখপাত্র এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।
গত কয়েকমাস ধরে গ্রাহকদের অর্ডার সামাল দিতে হিমশিম খাচ্ছে বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্লাটফর্মটি। পরিস্থিতি মোকাবিলায় প্রতিষ্ঠানটিকে নতুন সেইফটি প্রোটোকল এবং কেনাকাটায় সীমাবদ্ধতা আনতে হয়। এখন সেটি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং দ্রুত পণ্য ডেলিভারি দেয়ার চেষ্টা করছে।
প্রাইম ডে শুধুমাত্র অ্যামাজনের জন্য প্রচুর লাভজনক তা নয়, এর রিটেইলাররাও একইভাবে লাভবান হন। বর্তমানে যাদের অনেকেই লকডাউন পরিস্থিতির কারণে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। অ্যামাজন প্রাইম ডে সেক্ষেত্রে কিছুটা সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি