ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনযাত্রার সাথে সবদিক থেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক। এরই ধারাবাহিকতায় ফেসবুক অ্যাপের মাধ্যমে কেনাকাটার সুবিধা যুক্ত করা হয়েছে। খবর রয়টার্স।
মঙ্গলবার ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ জানান, ফেসবুক শপস নামের সেবাটি শিগগিরই সবার কাছে পৌছে যাবে। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগ প্লাটফর্মটিতে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করার সুযোগ পাবেন।
নতুন এই সুবিধার মাধ্যমে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও স্টোর তৈরি করে পণ্য প্রদর্শন এবং বিক্রি করা যাবে। চলমান করোনাভাইরাস মহামারিতে ক্রেতারা যাতে সহজে পণ্য কিনতে পারে এবং বিক্রেতারা যাতে তাদের দোকান বন্ধ থাকলেও বিক্রি চালিয়ে যেতে পারে তার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
ডিবিটেক/বিএমটি