গতমাসে হাতেগোনা কয়েকটি দেশে প্রাথমিকভাবে উন্মোচিত হয় ফেসবুকের নতুন মেসেঞ্জার রুমস। এবার বিশ্বব্যাপী সবার জন্যই সেবাটি চালু হয়েছে। যার মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও তাদের সাথে গ্রুপ ভিডিও চ্যাট করার সুযোগ তৈরি হয়েছে। খবর সিনেট।
বৃহস্পতিবার ফেসবুকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। জুমের মতো ভিডিও চ্যাটিং টুল মেসেঞ্জার রুমসের একটি রুমে সর্বোচ্চ ৫০ জন যুক্ত হতে পারবেন। তবে সময়ের কোনো বাধ্যবাধকতা থাকছে না। এছাড়া যে কেউ ফোন অথবা কম্পিউটার থেকে এতে যুক্ত হতে পারবেন, এমনকি ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও।
ভিডিও চ্যাটিং নিরাপদ রাখতে মেসেঞ্জার রুমসের প্রাইভেসি পেজে ব্যবহারকারীদের কিছু পদক্ষেপ নিতে বলা হয়েছে। যিনি রুম তৈরি করেছেন তিনি রুমটি লক করে রাখতে পারবেন, ফলে সেক্ষেত্রে অনুমতি ছাড়া কেউ রুমে জয়েন করতে পারবেন না।
এছাড়া রুম ক্রিয়েটার চাইলে যে কাউকে রুম থেকে বের করে দিতে, ব্লক করতে অথবা রিপোর্ট করতে পারবেন। ফেসবুক নিশ্চিত করেছে ফেসবুক অ্যাকাউন্ট থাকুক আর নাইবা থাকুক কারোর অডিও কিংবা ভিডিও কলে আড়ি পাতবে না ফেসবুক। আগামী মাসে আরও কিছু যুক্ত হবে সেবাটিতে।
ডিবিটেক/বিএমটি