একাধিক প্লাটফর্ম থেকে গ্রাহকের ডেটা চুরি করে সেটি ডার্ক ওয়েবে বিক্রি করছে হ্যাকার দল শাইনিহান্টার। এসব প্লাটফর্মের সর্বমোট ৭৩ মিলিয়ন গ্রাহকের তথ্য রয়েছে। খবর এনগ্যাজেট।
এই তথ্যগুলোর মধ্যে প্রায় তিন কোটি ডেটা ডেটিং অ্যাপ জুসক থেকে হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। আর প্রায় দেড় কোটি গ্রাহকের ডেটা চুরি করেছে প্রিন্টিং সেবা চ্যাটবুকস থেকে। এমনকি স্টার ট্রিবিউন নামের সংবাদমাধ্যমের ওয়েবসাইট থেকেও হ্যাকাররা ডেটা চুরি করেছে।
সংবাদে আরও জানানো হয়, দক্ষিণ কোরিয়ান ফ্যাশন এবং আসবাব ইন্ডাস্ট্রির দশ লাখ ডেটা এবং ক্রনিকল অফ হায়ার এডুকেশনের তিন কোটি ডেটা রয়েছে এর মধ্যে। যদিও এই ডেটাবেইজ কতোটা সত্যি তা নিশ্চিত করা হয়নি। তবে হ্যাকার কমিউনিটির গবেষকরা শাইনিহান্টারের তথ্যকে সত্যি মনে করছে।
শাইনিহান্টার আরও দাবি করেছে, মাইক্রোসফটের ব্যক্তিগত গিটহাব রিটোজিটরের পাঁচশ’ গিগাবাইট ডেটা তারা হাতিয়ে নিয়েছে। এছাড়া চলতি মাসে অনলাইন স্টোর টোকোপিডিয়াতে তারা হ্যাকিং কার্যক্রম চালিয়েছিলো।
ডিবিটেক/বিএমটি