চলমান করোনাভাইরাস মহামারির কারণে ক্রাউডফান্ডিং ব্যবসা ভালো না চলায়, কিকস্টার্টারের কর্মী ছাটাইয়ের কথা শোনা গিয়েছিলো। তবে সেটি এতো বিশাল পরিমানে হবে এটা অনেকের ধারণার বাইরে ছিলো। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ৪৫ শতাংশ জনবল ছাটাই করছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।
গিজমোডোকে পাঠানো এক বার্তাতে কিকস্টার্টার বিষয়টির সত্যতা জানিয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির কর্মীদের ইউনিয়ন ওপিইআইইউ জানায়, গত ১ মে ছাটাই চুক্তিতে অনুমোদন দেয়া হয়েছে। কিকস্টার্টার ছাটাইকৃত কর্মীর সংখ্যা না জানালেও ওপিইআইইউ জানিয়েছে এটি মোট জনবলের ৪৫ শতাংশ পর্যন্ত হতে পারে।
তবে যারা সেচ্ছায় অব্যহতি নিবেন তাদেরকে কিছুটা সহায়তা করছে কোম্পানিটি। তাদেরকে চার মাসের বেতন এবং চার অথবা ছয় মাসের স্বাস্থ্যসেবা কাভারেজ দেয়া হবে। আগামী বছরে কিকস্টার্টারে কোনো কাজের সুযোগ তৈরি হলে সেচ্ছায় অব্যহতি নেয়াদের সুযোগ থাকবে।
ডিবিটেক/বিএমটি