চালকবিহীন গাড়ির বাজারে শিগগিরই প্রবেশ করছে বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। এই লক্ষে কোম্পানিটি পরিবহন অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান মুভইট অধিগ্রহণের প্রায় শেষ পর্যায়ে এসেছে। খবর এনগ্যাজেট।
ক্যালকালিস্ট, দ্য মার্কার এবং টেকক্রাঞ্চের একাধিক সূত্র জানিয়েছে, প্রায় এক বিলিয়ন ডলারে প্রতিষ্ঠানটি কিনছে ইন্টেল। আর অধিগ্রহণ শেষ হলে ইজরাইলের অটোমোটিভ হাবে প্রবেশ করবে মুভইট এবং কোম্পানিটির সমগ্র সেলফ-ড্রাইভিং কৌশলে সহায়তা করবে।
এই মুহুর্তে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মুভইট। তবে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টি উন্মোচিত হতে পারে।
শুধুমাত্র আর্থিক দিক বিবেচনায় মুভইট কেনার আগ্রহ দেখায়নি ইন্টেল। বরং স্টার্টআপটির রিয়েল-টাইম ট্রাফিক মনিটরিংয়ে এআই ও ডাটা অ্যানালাইটিক্সের ব্যবহার এবং প্রায় ৮০০ মিলিয়ন মানুষকে ট্রানজিট নির্দেশনায় সহায়তা করার বিষয়টিও রয়েছে। সহজ পথে যেতে লাইভ ট্রাফিক জানার প্রয়োজন হয় এমন রোবোট্যাক্সিস এবং অন্যান্য চালকবিহীন গাড়ির ক্ষেত্রে দারুন সহায়ত হবে এই প্রযুক্তি।
ডিবিটেক/বিএমটি