এনভিডিয়ার প্রধান বিজ্ঞানী বিলি ড্যালি সাশ্রয়ী এবং সহজেই সংযোজনযোগ্য ওপেন-সোর্স ভেন্টিলেটরের নমুনা তৈরি করেছেন। এটির মাধ্যমে চলমান করোনাভাইরাস মহামারিতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেয়া সম্ভব হবে। খবর এনগ্যাজেট।
সোলনয়েড ভালব এবং মাইক্রোকন্ট্রোলার এই দুটি উপাদান দিয়ে তিনি ভেন্টিলেটরটি তৈরি করেছেন। মাত্র কয়েক সপ্তাহেই তিনি এটি তৈরি করতে পেরেছেন। আর মাত্র কয়েকশ’ ডলারে এই ভেন্টিলেটর তৈরি করা যাবে বলে জানিয়েছেন ড্যালি।
এক ভিডিওতে ড্যালি বলেছেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে যতো সহজে পারা যায় ভেন্টিলেটর তৈরি করা যেগুলো দ্রুত উৎপাদন করা যাবে এবং সাশ্রয়ী হবে। একইসাথে কোভিড-১৯ রোগীদের সহায়তা করতে পারবে।
ভেন্টিলেটরটি বাতাসের প্রবাহ ও গতি সঠিকভাবে নিরূপণ করতে পারবে। এটি কয়েক মিনিটেই জোড়া লাগানো যাবে। বহনযোগ্য পেলিক্যান কেইসে সাধারণ একটি পর্দার সাথে ভেন্টিলেটরটি সংযুক্ত থাকবে।
ড্যালি জানিয়েছে, নমুনা বানাতে তার প্রায় ৪০০ ডলার খরচ হয়েছে। তবে বেশি সংখ্যায় উৎপাদন হলে ৩০০ ডলারে এটি তৈরি করা যাবে। আর ওপেন-সোর্স এবং থ্রিডি প্রিন্টেড যন্ত্রাংশ ব্যবহার করে এটি তৈরিতে খরচ ১০০ ডলারে নামিয়ে আনা যাবে।
ডিবিটেক/বিএমটি