চলতি সপ্তাহেই করোনাভাইরাসের বিস্তার কমাতে প্রস্তাবিত কনট্যাক্ট ট্রেসিং টুলসের দুইটি আর্লি সংস্করণ উন্মুক্ত করছে অ্যাপল এবং গুগল। মূলত পরীক্ষার উদ্দেশ্যে ডেভেলপারদের জন্য এটি উন্মুক্ত করা হবে। খবর রয়টার্স।
বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে অপারেটিং সিস্টেমের ৯৯ শতাংশই দখল করা দুই সিলিকন ভ্যালি কোম্পানি চলতি মাসের প্রথম দিকে করোনাভাইরাস প্রতিরোধে যৌথভাবে কাজ করার ঘোষণা দেয়। তাদের তৈরি কনট্যাক্ট ট্রেসিং প্রযুক্তি ব্যবহারকারীদের আশেপাশের ফোনে লগইন করার সুযোগ দিয়ে ভাইরাস বিস্তার রোধ করবে।
দুর্লভ এই যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীকে বিদ্যমান থাকা অন্যান্য সিস্টেমের তুলনায় তাদের ফোনের অ্যাপ ব্যবহার করে সহজে এবং নির্ভরযোগ্যভাবে ব্যক্তিগতভাবে করোনার সম্ভাব্যতা যাচাই এবং কোয়ারেন্টাইনে থাকতে সহায়তা করবে। লকডাউন শেষ হলে এ ধরণের টুল অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আগামী মাসের মাঝামাঝি টুলসটির চূড়ান্ত সংস্করণ উন্মোচন করার পরিকল্পনা করেছে অ্যাপল ও গুগল।
ডিবিটেক/বিএমটি