জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং সেবা জুমকে টেক্কা দিতে গুগল মিট নামে টেলিকনফারেন্সিং সেবা এনেছে গুগল। এর আগে শুধুমাত্র জি স্যুট ব্যবহারকারীদের জন্য সেবাটি উন্মুক্ত করা হলেও, এখন থেকে সকল ব্যবহারকারীই সেবাটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। খবর সিনেট।
বিনামূল্যের সংস্করণ ব্যবহার করতে জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়া ভিডিও কল সর্বোচ্চ এক ঘন্টার ব্যাপ্তি হবে। ফলে কেউ যদি পুনরায় ভিডিও কনফারেন্সিং করতে চায় তাহলে আবারও শুরু করতে হবে। এছাড়া এই কনফারেন্সে সর্বোচ্চ ১০০ জন যুক্ত হতে পারবেন। থাকছে স্ক্রিণ শেয়ারিং এবং রিয়েল টাইম ক্যাপশন।
গুগল জানিয়েছে, এই মাসের আগে সেবাটিতে দিনে ২০ লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হলেও বর্তমানে প্রতিদিন ৩০ লাখ নতুন ব্যবহারকারী পাচ্ছে গুগল মিট। এছাড়া বর্তমানে সেবাটিতে দৈনিক অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ১০ কোটি।
গুগলই একমাত্র টেক জায়ান্ট নয় যারা জুমের সাথে প্রতিযোগিতায় যুক্ত হয়েছে। গত সপ্তাহে ফেসবুক মেসেঞ্জার রুম নামে নতুন সেবার ঘোষণা দিয়েছে যার মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক মানুষের সাথে ভিডিও চ্যাট করতে পারবে। এমনকি ফেসবুক ব্যবহারকারী নয় এমন ব্যক্তিরাও এই মেসেঞ্জার রুমে যুক্ত হতে পারে। মাইক্রোসফটও তাদের নিজস্ব ভিডিও-চ্যাপ অ্যাপ টিমস নিয়ে জোরোসোরে বাজারে রয়েছে।
ডিবিটেক/বিএমটি