করোনাভাইরাসের চলমান মহামারীতেও প্রায় ১০ শতাংশ আয় বেড়েছে আমেরিকার বিলিয়নিয়ারদের। এই তালিকায় রয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং টেসলার প্রধান ইলন মাস্ক। ইনস্টিটিউট অব পলিসি স্ট্যাডিজ (আইপিএস) এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে। খবর রয়টার্স।
নানা প্রতিকূলতার মধ্যেও প্রযুক্তি কোম্পানিগুলো এই সময়ে মানুষের নির্ভরযোগ্যতায় চলে এসেছে। বাড়িতে বসে থাকার ফলে জুমের মতো ভিডিও কল বা কনফারেন্সিং সেবা এবং রিমোট ওয়ার্ক প্রযুক্তির কদর বেড়েছে কয়েকগুন। এভাবে ঐসব কোম্পানির বিলিয়নিয়ার প্রতিষ্ঠাতারা তাদের আয়ে বড় প্রবৃদ্ধি দেখতে পেয়েছেন।
গত এক জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত আমেরিকার ৩৪ জন বিলিয়নিয়ারের মোট আয় কয়েক বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
আইপিএস এর প্রতিবেদন অনুযায়ী, বেজোস, জুম ভিডিও কমিউনিকেশনস এর প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান এবং মাস্কসহ আট বিলিয়নিয়ারের প্রত্যোকের আয় বেড়েছে প্রায় এক বিলিয়ন ডলার।
ডিবিটেক/বিএমটি