ওয়ালমার্ট তাদের অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং সেবা ভুডু বিক্রি করছে। মুভি টিকেটিং কোম্পানি ফ্যানডাঙ্গো সেবাটি কিনতে সম্মত হয়েছে। যদিও বিক্রয় মূল্য প্রকাশ করেনি কোনো কোম্পানিই। খবর টেকক্রাঞ্চ।
যুক্তরাষ্ট্রজুড়ে ভিডিও সেবাটির বর্তমানে ১০০ মিলিয়নের অধিক গ্রাহক রয়েছে। সেবাটি ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে রয়েছে স্মার্ট টিভি, ব্লু-রে প্লেয়ার, গেম কনসোলম ওভার-দ্য-টপ স্ট্রিমিং ডিভাইস, উইন্ডোজ ১০ ও ম্যাক কম্পিউটার এবং আইওএস ও অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস।
এপর্যন্ত ভুডু অ্যাপটি মোবাইলে সাড়ে ১৪ মিলিয়নের অধিকবার ইনস্টল হয়েছে।
শর্ত অনুযায়ী, ওয়ালমার্টের ডিজিটাল মুভি এবং ওয়ালমার্ট ডটকমের টিভি স্টোরো শোভা বাড়ানো অব্যহত রাখবে ভুডু। এছাড়া ওয়ালমার্ট জানিয়েছে, ভুডু গ্রাহকরা নিরবিচ্ছিন্নভাবে তাদের ভুডু লাইব্রেরিতে অ্যাক্সেস পাবে। তারা ওয়ালমার্ট লগইন ব্যবহার করেই সাইনই করতে পারবে এবং ওয়ালমার্ট ওয়ালেট ব্যবহার করে ভুডুতে কেনাকাটা করতে পারবে।
ডিবিটেক/বিএমটি