বিশ্বের বিভিন্ন প্রান্তে কতোটা বিস্তার করেছে করোনাভাইরাস তা জানা যাচ্ছে ফেসবুকের নতুন ইন্টার্যাক্টিভ ম্যাপের মাধ্যমে। এখন দেশ-ভিত্তিক কোভিড-১৯ বিস্তার জানা যাবে। খবর এনগ্যাজেট।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই তথ্য জানতে পারছে। শিগগিরই বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীরাও এটি দেখতে পারবে। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ উদ্যোগে ফেসবুকে জরিপের মাধ্যমে এই তথ্য আপডেট করা হবে।
এক পোস্টে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ জানান, যেহেতু বিশ্বব্যাপী কয়েক’শ কোটি মানুষের প্লাটফর্ম ফেসবুক তাই এটির মাধ্যমে সঠিকভাবে জরিপ সম্ভব। এর মাধ্যমে স্থানীয় সরকার এবং জনস্বাস্থ্য সংস্থাগুলো তাদের অঞ্চলে কোথায় কী পরিমাণ রিসোর্স লাগবে সেটি নিরূপণ করতে পারবে।
ফেসবুকই একমাত্র শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান নয় যারা করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা করছে। অ্যাপল এবং গুগল ইতিমধ্যে স্মার্টফোনভিত্তিক কনট্যাক্ট ট্রেসিং সিস্টেম চালু করতে কাজ করছে। এছাড়া ইনস্টাগ্রামে সহ-প্রতিষ্ঠাতা কেভিন সিসট্রোম এবং মাইক ক্রেইগার সম্প্রতি আরটি.লাইভ চালু করেছে, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে করোনাভাইরাসের বিস্তার জানা যায়।
ডিবিটেক/বিএমটি