করোনাভাইরাসের কারণে অনলাইনে বিবাহ অনুষ্ঠানের বৈধতা দিয়েছে নিউ ইয়র্কের গভর্ণর মারিও কুওমো। অনলাইনেই নিবন্ধন করা যাবে বিবাহ লাইসেন্স। খবর সিনেট।
ভিডিও কনফারেন্সে ডিনার পার্টি, স্কুলিং, কনসার্ট এবং কেবিনেট মিটিংও চলছে। সামাজিক দূরত্ব মেনে বাড়িতে বসেও যাতে প্রয়োজনীয় কাজ বা অনুষ্ঠানগুলো করা যায় সেজন্য কোনো বাধ্যবাধকতা নেই। তবে ভিডিও কনফারেন্সেও যাতে বিয়ে আয়োজন করা যায় তার জন্য অনুমতি দিলো নিউ ইয়র্ক।
মারিও কুওমোর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আমরা আজ একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করতে যাচ্ছি যার মাধ্যমে মানুষ দূরে থেকেও বিবাহ নিবন্ধন করতে পারে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিবাহ সম্পন্ন করতে পারে।
বিবাহ যখন ভিডিওতে তখন মানা করার প্রশ্নই আসে না। আপনি এটি জুমের মাধ্যমে করতে পারেন, যুক্ত করেন কুওমো।
ডিবিটেক/বিএমটি