গুগল তাদের হ্যাংআউট নাম নিয়ে ততোটা সন্তুষ্ট ছিলো না, সেটি এখন প্রমাণিত। যেকারণে ইন্টারনেট জায়ান্টটি তাদের হ্যাংআউট মিট নাম বদলে ‘গুগল মিট’ নামকরণ করেছে। ওয়েবে এই পরিবর্তন আনা হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে যে আগের নামটি আর থাকবে না। খবর এনগ্যাজেট।
অবশ্য গুগলের হ্যাংআউট চ্যাটের নাম পরিবর্তন করা হবে কিনা সেটি নিশ্চিত করা হয়নি।
মূলত এই নামের ক্ষেত্রে জনসাধারণের ভাবমূর্তি বিবেচনা করেছে গুগল। যদি আপনি হ্যাংআউট মিট ব্যবহার করে ভিডিও কনফারেন্সিং করতে চান তখন হ্যাংআউট নামটা প্রফেশনাল শোনায় না। তবে এক্ষেত্রে গুগল মিট অনেক ভালোই মনে হবে।
ডিবিটেক/বিএমটি