অনেক আগে থেকেই অ্যাপলের সেরা উদ্ভাবনগুলো নকল করে নিজেদের জন্যও সেটি তৈরি করার অভিযোগ রয়েছে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে। এবার অ্যাপলের ক্রেডিট কার্ডকে নকল করে নিজেদেরও ক্রেডিট কার্ড আনছে হুয়াওয়ে। খবর এনগ্যাজেট।
নকল কথাটি বলার কারণ হলো, হুয়াওয়ে ক্রেডিট কার্ডে অ্যাপলের ক্রেডিট কার্ডের প্রায় সব ফিচারই থাকছে।
বুধবার হুয়াওয়ের চীনা সংস্করণের পি৪০ ফোন উন্মোচনের দিন হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ এই কার্ড উন্মোচন করেছেন। এটি ফিজিক্যাল এবং ভার্চুয়াল উভয় সংস্করণেই থাকছে। চীনের বৃহত্তম কার্ড পেমেন্ট প্রতিষ্ঠান ইউনিয়নপে এই কার্ড আনার পিছনে কাজ করছে এবং এতে এনএফসি ফর ট্যাপ সুবিধাও থাকছে।
প্রথম বছরে এই কার্ডের কোনো ফি থাকছে না। এছাড়া হুয়াওয়ে পে’র মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমান ব্যয় করলে দ্বিতীয় বছরেও ছাড় পাবেন গ্রাহকরা। থাকছে ট্রাভেল বেনিফিট সুবিধাসহ অন্যান্য কার্ডের মতো সব সুবিধাই।
তবে ঠিক কবে নাগাদ এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে সেটি জানানো হয়নি।
ডিবিটেক/বিএমটি